নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন মুশফিক ফারহান। সেই ধারাবাহিকতায় এবার ঈদেও ব্যতিক্রমী চরিত্রে হাজির হয়ে প্রশংসা কুড়ান তিনি। বিশেষ করে মাবরুর রশীদ বান্নাহ পরিচালিত ‘আক্ষেপ’ নাটকে সুখু নামের প্রতিবন্ধী যুবকের চরিত্রে তাঁর অভিনয় মুগ্ধতা ছড়িয়েছে।